পীরগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেফতার

বাদশাহ ওসমানী, রংপুর
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯: ৩৯
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০: ০৪

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বিজ্ঞাপন

বুধবার রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী। মিলনের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলার তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ।

যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, পীরগাছা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন রংপুর এবং ঢাকার একাধিক হত্যা মামলার আসামি। এতদিন আত্মগোপনে থাকায় তাকে ধরা সম্ভব হয়নি। সে বাসায় অবস্থান করছে বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার রাতে অভিযান জ্বালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পীরগাছায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের নেতৃত্বে পীরগাছায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা ও মারপিট করেছিল। তাঁদের আক্রমণে ওই সময় শতাধিক ছাত্র জনতা আহত হয়েছিল। সেই ঘটনায় তাকেসহ আওয়ামী লীগের নামে পীরগাছা থানায় মামলা করে আহতরা।

স্থানীয়রা জানান, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন সাবেক বাণিজ্যমন্ত্রী পীরগাছা ও কাউনিয়া আসনের এমপি টিপু মুন্সির প্রিয়ভাজন হওয়ায় পীরগাছা কাউনিয়া উপজেলায় নিয়োগ বাণিজ্যসহ নানান অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। ইতিপূর্বে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের কারণে তার বিরুদ্ধে মিডিয়ায় একাধিক নিউজ প্রকাশ হয়েছিল বলে তারা জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত