আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দ্রুতগতির ট্রাক কেড়ে নিলো দুই বন্ধুর প্রাণ

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দ্রুতগতির ট্রাক কেড়ে নিলো দুই বন্ধুর প্রাণ

দিনাজপুরের ফুলবাড়ীতে দ্রুতগতির ট্রাক কেড়ে নিয়েছে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রাণ। মঙ্গলবার সকাল ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩৩), একই উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মোতালেব হোসেন (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজু ইসলাম ও মোতালেব হোসেন মঙ্গলবার মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার জন্য রওয়ানা দেন। সকাল ৭টার দিকে ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকা পৌঁছালে প্লাস্টিকের ক্যারেট বোঝাই একটি ট্রাক (ঢাকা- মেট্রো ন-১৯-১৬২৬) ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (ঠাকুরগাঁও-ল-১১-৪২৯২) এর সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় মোতোলেব হোসেন ও সাজু ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে তাদের লাশ সুরতহাল করা হয়েছে। ট্রাকটির চালক ও সহোযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন