আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তরুণ ও সংখ্যালঘু ভোটার বদলে দিতে পারে হিসাব-নিকাশ

ফজলে ইমাম বুলবুল, ঠাকুরগাঁও

তরুণ ও সংখ্যালঘু ভোটার বদলে দিতে পারে হিসাব-নিকাশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে ভোটের মাঠ। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ঠাকুরগাঁও এখন উত্তরাঞ্চলের অন্যতম আলোচিত নির্বাচনি এলাকা। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের প্রার্থীরা নিয়মের মধ্যে থেকে প্রচার চালিয়ে যাচ্ছেন। সঙ্গে যুক্ত হয়েছে তরুণ ও সংখ্যালঘু ভোটারদের মন জয়ের লড়াই।

ঠাকুরগাঁও-১

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসনে চায়ের আড্ডা থেকে হাটবাজারÑসবখানেই এখন ভোটের আলোচনা। মিছিল-সমাবেশ, মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে মুখর গোটা এলাকা। এ আসনের সবচেয়ে আলোচিত প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একসময় আওয়ামী লীগের দখলে থাকা আসনটিতে এবার রাজনৈতিক চিত্র বদলে গেছে। বিএনপির তৃণমূলে সংগঠন পুনর্গঠন, উঠান বৈঠক ও নারী দলের কার্যক্রম জোরদার করা হয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন দিন-রাত প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। তবে এনসিপি ও বাম দলের প্রার্থীরা তেমন সরব নন। জাতীয় পার্টি প্রার্থী দিলেও তা ভোটের হিসাবে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন সাধারণ ভোটাররা।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বলেছেন, এবার তার শেষ নির্বাচন। তিনি সবার দোয়া কামনা করে ধানের শীষে ভোট চাইছেন। অন্যদিকে জামায়াত প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন আমার দেশকে বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ উপহার দেবে।

এ আসনে মোট ভোটার চার লাখ ৮০ হাজার ৬০৯ জন। এর মধ্যে সংখ্যালঘু ভোটার প্রায় এক লাখ ১৯ হাজার এবং নতুন ভোটার এক লাখ ৯২ হাজার ৫৬৭ জন। ফলে তরুণ ও হিন্দু ভোটাররাই এবার জয়ের মূল ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছেন। এ আসনের তরুণ ভোটাররা বলছেন, যোগ্যতার মাপকাঠি বিবেচনা মাথায় রেখেই তারা জীবনের প্রথম ভোট দিতে চান।

ঠাকুরগাঁও-২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে পরিণত হয়েছে এই আসন। হরিপুর, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী নিয়ে গঠিত এই আসনে বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদ ব্যাপক প্রচার চালাচ্ছে। বিএনপি প্রার্থী হিসেবে ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালামের নাম ঘোষণার পর রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। তবে দলটির সাবেক এমপি গোলাম মর্তুজা তুলা স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকলে ভোটের হিসাব জটিল হয়ে উঠতে পারে। জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম কর্মী বাহিনী নিয়ে সংগঠিত প্রচার চালাচ্ছেন।

এদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের মতে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যেই মূল লড়াই হবে।

ডা. আব্দুস সালাম আমার দেশকে বলেন, আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকেছি এবং তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছি। একইসঙ্গে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। জনগণ আমাকে তাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব অর্পণ করবেÑএ বিশ্বাস আমার রয়েছে। জামায়াতের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম আমার দেশকে বলেন, মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করি। জনগণই আমার শক্তি। অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান বলেন, আমি তরুণদের সঙ্গে নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব।

ঠাকুরগাঁও-৩

পীরগঞ্জ ও রানীশংকৈল নিয়ে গঠিত এই আসন এখন বেশ সরগরম। বিএনপি ও জামায়াতে ইসলামী মুখোমুখি অবস্থানে থাকলেও জাতীয় পার্টির অংশগ্রহণে লড়াই ত্রিমুখী রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান ও জামায়াত প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ব্যাপক প্রচার চালাচ্ছেন। তবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদের প্রার্থিতা ভোটের সমীকরণ বদলে দিয়েছে। এ আসনে মোট ভোটার তিন লাখ ৪৪ হাজার ৩৬০ জন। এর মধ্যে নারী ও সংখ্যালঘু ভোটারের ভূমিকা নির্ধারক হতে পারে। এই আসনে তরুণ প্রজন্মের হয়ে নির্বাচনে অংশ নিতে চান এনসিপির গোলাম মুর্তজা সেলিম। এছাড়া গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন মাস্টার, সিপিবির প্রভাত সমির শাহজাহান আলমও ভোটের মাঠে রয়েছেন।

বিএনপি প্রার্থী জাহিদুর রহমান জানান, এখন যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, তাই স্বাধীনতার সব শক্তিকে এক করে নির্বাচনে কাজে লাগাতে চান। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান জানান, তারা জনগণকে বোঝানোর চেষ্টা করছেন দেশে বর্তমানে কারা সন্ত্রাস ও চাঁদাবাজি করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন