ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আকুতি

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২০: ০৫

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের কুকড়াহাট গ্রামের পঙ্গু আনোয়ারুল ইসলামের মেয়ে খাদিজা ক্যান্সার আক্রান্ত হয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের প্রহর গুনছে। পঙ্গু বাবা হুইল চেয়ার থেকে নিজেই উঠে দাঁড়াতে পারেন না। চলে না সংসার। তার উপর ক্যান্সার আক্রান্ত সাত বছরের কন্যার চিকিৎসার ব্যয়ভার আর বহন করা সম্ভব হচ্ছে না। মেয়ের চিকিৎসায় সহায়তার আশায় এখন দ্বারে দ্বারে ঘুরে আর্তনাদ করছেন বাবা আনোয়ারুল।

পারিবারিক সূত্র জানা গেছে, ২০০৫ সালে ঢাকায় কনস্ট্রাকশন কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হন আনোয়ার ইসলাম। ওই দুর্ঘটনার পর তিনি পঙ্গুত্ব বরণ করেন। বর্তমানে চলাফেরা করেন একটি জরাজীর্ণ জোড়াতালি দেওয়া হুইলচেয়ারে। সেই সময় থেকেই বন্ধ হয়ে যায় পরিবারের একমাত্র উপার্জনের পথ। বড় ছেলে পড়াশোনা চালিয়ে যাচ্ছে আত্মীয়-স্বজনের সহায়তায়। এর মধ্যেই হঠাৎ এক নতুন দুর্যোগ নেমে আসে। তার ছোট মেয়ে খাদিজা আক্তার (৭) হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

বিজ্ঞাপন

প্রায় চার-পাঁচ মাস আগে খেলতে গিয়ে হঠাৎ পড়ে গেলে খাদিজার ডান পায়ে ব্যথা অনুভব হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান—খাদিজা অস্টিওসারকোমা নামক হাড়ের ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু চিকিৎসার খরচ প্রতিদিন ৪-৫ হাজার টাকা হওয়ায় বিপন্ন পরিবারটির পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না। খাদিজার ডান পা দিন দিন ফুলে যাচ্ছে এবং জটিল রূপ ধারণ করছে।

খাদিজার মা বলেন, ডাক্তারের কাছে যাই, পরীক্ষা-নিরীক্ষা করে সবাই ফেরত পাঠায়। টাকার অভাবে মেয়ের ঠিকমতো চিকিৎসা করাতে পারছি না। তার মুখের দিকে তাকাতে পারি না, বুক ফেটে কান্না আসে।

স্থানীয় শিক্ষক বাবু মিয়া বলেন, আমরা সাধ্যমতো সহযোগিতা করেছি, কিন্তু সুচিকিৎসার ব্যবস্থা করতে পারিনি।

ভরতখালী ইউনিয়নের ইউপি সদস্য নুরনবী বলেন, সরকারি সহায়তা পেলে পরিবারটি কিছুটা স্বস্তি পাবে। তবে দ্রুত চিকিৎসা শুরু না হলে মেয়েটির অবস্থা আরও ভয়াবহ হতে পারে।

এ বিষয়ে কথা হলে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল বলেন, ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন করলে আমরা সাধ্যমতো সহযোগিতা করব।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত