আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদরাসায় অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন ২ শিক্ষক

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

মাদরাসায় অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন ২ শিক্ষক

দিনাজপুরের নবাবগঞ্জ আলিম মাদরাসায় দু’শিক্ষক এক বছর ধরে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, ওই মাদরাসার এবতেদায়ী শাখার শিক্ষিকা শামীমা বেগম এবং আরবি প্রভাষক আনোয়ারুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মাদরাসায় অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিত থেকেও তারা নিয়মিত সব সুবিধা ভোগ করছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সরেজমিনে মাদরাসায় গিয়েও তাদের পাওয়া যায়নি।

মাদরাসার অধ্যক্ষ আলতাব হোসেন জানান ওই দু’শিক্ষক অনুপস্থিত নয়। মাঝে মাঝে আসে না। শিক্ষক হাজিরা খাতায় তাদের নিয়মিত স্বাক্ষরও রয়েছে। আজ তারা মাদ্রসায় উপস্থিত কিনা জানতে চাইলে তিনি জানান আজ তারা ছুটিতে আছেন। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার শফিউল ইসলাম জানান শিক্ষক অনুপস্থিত থাকার বিষয়টি তার জানা নাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন