কিশোরগঞ্জে আত্মগোপনে থাকা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৪৮

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিমকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমনকেও একই রাতে পুলিশ গ্রেপ্তার করে। শনিবার দিবাগত গভীর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি রোববার সকালে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম।

গ্রেপ্তারকৃত হিজবুল্লাহ রহমান ডালিম কিশোরগঞ্জ সদর ইউনিয়নের যদুমনি গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। সুমন মিয়া মাগুড়া ইউনিয়নের মাগুড়া উত্তরপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। তিনি মাগুড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম আমার দেশকে জানান, সন্ত্রাসবিরোধী মামলার ২৮ নম্বর আসামি হিজবুল্লাহ রহমান ডালিম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাগুড়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমনও আত্মগোপনে ছিলেন। তাকেও একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত