আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নীলফামারী-১

বিএনপির জোট প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ছাত্র ও যুবদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নীলফামারী

বিএনপির জোট প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ছাত্র ও যুবদলের বিক্ষোভ

আসন্ন সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এর প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল এবং ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার বিকালে আসনটির ডিমলা উপজেলায় ‘সর্বস্তরের জনগণের’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সমাবেশে জোটের প্রার্থী পরিবর্তনের দাবি করা হয়। তার পরিবর্তে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগনে ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহরিন ইসলাম তুহিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নীলফামারী-১ আসনে বিএনপির জোট প্রার্থী চূড়ান্ত করার আগে দলীয় নেতাকর্মীদের মতামত এবং সম্ভাব্য প্রার্থীর জনপ্রিয়তা বিবেচনায় নেওয়া হয়নি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেনÑউপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিকুর ইসলাম লিমন ও সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মহিলা দলনেত্রী নাসরিন আক্তার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল ও সিনিয়র যুগ্ম-সচিব আশিকুর রহমান আকিক প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন