দিনাজপুরের বীরগঞ্জে ছিনতাইয়ের মামলায় বিএনপির স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রাসেল মন্ডল। তিনি উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। মঙ্গলবার স্থানীয় মিলন বাজারে বিএনপি অফিস থেকে তাকে গ্রেপ্তার করে বীরগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির সেক্রেটারি জাকির হোসেন ধলুর আশ্রয়-প্রশ্রয়ে রাসেল বহুদিন ধরে শিবরামপুরে জাল ডলারের কারবার চালাচ্ছিলেন। গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। তারা ডলার দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এছাড়া তারা দলীয় প্রভাব খাটিয়ে মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্বসহ নানা অপকর্ম করে আসছিলেন।
জানা গেছে, সম্প্রতি একটি পিকআপ ভ্যান ক্রয়-বিক্রয় সংক্রান্ত আর্থিক লেনদেনের সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় মামলা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হতে পারে।
হয়রানির শিকার হওয়ার ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, ‘জাল ডলার সিন্ডিকেটের আসল খেলোয়াড় ধরা পড়ায় আমরা স্বস্তি পেয়েছি। কালো চশমার আড়ালে যে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এই বিএনপি নেতা। তাকে গ্রেপ্তারের মাধ্যমে আজ তার মুখোশ উন্মোচিত হলো।’
ডলার সিন্ডিকেট পরিচালনা ও চাঁদাবাজ-প্রতারকদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে উপজেলা বিএনপির সেক্রেটারি ধলুর মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।
বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর বলেন, বিএনপি রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার নামে থানায় প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বেশ কয়েকটি মামলা আছে । তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

