আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুড়ী সীমান্তে বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি

জুড়ী সীমান্তে বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর

মৌলভীবাজারের জুড়ী সীমান্ত দিয়ে সুজন দেবনাথ (২১) নামে এক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্তে উভয় পক্ষের পতাকা বৈঠকে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

সুজন দেবনাথ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামের রনজিত দেবনাথের ছেলে। তার বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি জুড়ী থানায় মামলা করেছে।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের ফুলতলা ক্যাম্প ও জুড়ী থানার পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে সুজন পাশের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে তিনি ত্রিপুরার আগরতলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। গত মঙ্গলবার বিএসএফের একটি দল তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে অনুপ্রবেশের কথা স্বীকার করেন।

জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, সুজন দেবনাথকে বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন