আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইলিয়াস স্মৃতিতে আবেগঘন বিএনপি

দুই দশক পর আসছেন তারেক রহমান, অপেক্ষায় সিলেটবাসী

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

দুই দশক পর আসছেন তারেক রহমান, অপেক্ষায় সিলেটবাসী

দীর্ঘ প্রায় দুই দশক পর সিলেট সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি তিনি সিলেটে আগমন করবেন। এর আগে ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সর্বশেষ সিলেট সফর করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

এবার দলীয় সর্বোচ্চ নেতৃত্বের আসনে থেকে তারেক রহমানের এই সফর ঘিরে সিলেটজুড়ে বিরাজ করছে ব্যাপক উত্তেজনা ও উৎসাহ।

২০০১ সালের চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির জনপ্রিয় নেতা নিখোঁজ এম ইলিয়াস আলী। তার রাজনৈতিক নেতৃত্বেই সিলেটের রাজনীতিতে তারেক রহমান একটি ভিন্নমাত্রা যোগ করেছিলেন। বালাগঞ্জের ডি এন উচ্চ বিদ্যালয় মাঠ ও ওসমানীনগরের সদরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল দুটি জনসভায় ইলিয়াস আলীর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান।

সে সময় তারেক রহমানের ব্যতিক্রমী রাজনৈতিক কর্মসূচি—ঘরে-ঘরে স্বাবলম্বী কর্মসূচির আওতায় ছাগল ও কবুতর বিতরণ, একাধিক জনসভা ও পথসভা সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। এই পুরো কার্যক্রম বাস্তবায়নের নেপথ্যে নেতৃত্ব দেন সিলেটের তৎকালীন আলোচিত ও জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলী। কিন্তু এবার ইলিয়াস আলীকে ছাড়া সিলেট আসছেন তারেক রহমান। ফলে এই সফর যেমন আনন্দের, তেমনি বেদনারও। নিখোঁজ এই নেতার স্মৃতি সিলেটের বিএনপি নেতাকর্মীদের মনে গভীর আবেগের সৃষ্টি করছে।

বিএনপির দলীয় সূত্র জানায়, ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনি প্রচারণা শুরু করতেন হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে। তার অবর্তমানে একই ঐতিহ্য অনুসরণ করে তারেক রহমানও সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন বলে জানা গেছে।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট-২ আসনে বিশেষ করে ইলিয়াস আলীর অবর্তমানে তার স্ত্রী ও বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ব্যাপক সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দফায় দফায় নেতাকর্মীদের নিয়ে সভা, গণসংযোগ ও প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে, শুধুমাত্র সিলেট-২ আসন থেকেই ওই দিন প্রায় অর্ধলক্ষাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেবেন।

উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল রউফ আব্দুল জানান, দীর্ঘদিন পর দলের চেয়ারম্যান সিলেটে আসছেন—এটা আমাদের জন্য গর্ব ও আনন্দের। ইলিয়াস ভাইয়ের স্মৃতি আমাদের শক্তি জোগাচ্ছে।

অন্যদিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির বলেন, তারেক রহমানের এই আগমন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ইলিয়াস আলীর গুমের বিচারের দাবিকে নতুন করে সামনে নিয়ে আসবে।

নেতাকর্মীরা বলছেন,তারেক রহমানের এই সফর একদিকে যেমন সিলেটে বিএনপিকে নতুনভাবে উজ্জীবিত করবে, অন্যদিকে নিখোঁজ এম ইলিয়াস আলীর গুমের বিচার দাবিতে হাজারো কণ্ঠের প্রতিবাদ উচ্চারিত হবে সিলেটের ঐতিহাসিক সেই কর্মসূচিতে।

সব মিলিয়ে, ইলিয়াসের স্মৃতি, তারেক রহমানের নেতৃত্ব ও গণমানুষের প্রত্যাশা—এই তিনের সমন্বয়ে ২২ জানুয়ারি সিলেট হয়ে উঠতে যাচ্ছে রাজনীতির কেন্দ্রবিন্দু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন