বেগম জিয়াকে আ.লীগ মেরে ফেলতে চেয়েছিল: মির্জা আব্বাস

সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৪: ২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই গ্রেপ্তার করা হয়েছিলো। মামলা ছিলো অজুহাত, তাকে স্লো পয়জনিং করে মেরে ফেলতেই এই নাটক সাজিয়েছিল আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

সোমবার (৭ জুলাই) সিলেট নগরীর পাঠানটুলার একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাসিনা চলে গেছে তার দোসররা দেশেই আছে। সচিবালয় থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ে তারা আছে। তারা ভোট চায় না। নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে।

মির্জা আব্বাস বলেন, একটি দল একবার বলছে নির্বাচন হবে, আবার বলছে পরিবেশ নাই, আবার চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। তিনি মনে করেন পিআর কি তারাও ঠিক মতো জানে না।

তিনি বলেন, বিশ্বের ৮০টি দেশে পিআর পদ্ধতিতে আছে তা ৮০ রকম। তাদেরকে পিআর নিয়ে পড়াশোনা করত বলবো। ১৭ বছরের আন্দোলন সফল করতে দিতে চায় না।

১৭ বছর ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। নির্বাচন নিয়ে টালবাহানা করলে আবারো আন্দোলনে যাবো প্রয়োজনে। আওয়ামী আমলাদের সব বাধাবিপত্তি এবং ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচন আদায় করে ছাড়বে বিএনপি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত