সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি পেয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ নিয়োগ দেওয়া হয়। সাইফ উদ্দিন রতন সিলেট জজকোর্টে আইনজীবী হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক নির্বাচিত সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা।
সিলেটে বসবাসকারী অ্যাডভোকেট রতন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের জলারপাড় নয়াগাঁও গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

