আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসলামিক স্মার্ট সিটির যাত্রা শুরু

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
ইসলামিক স্মার্ট সিটির যাত্রা শুরু

ইসলামি সংস্কৃতি, মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘ইসলামিক স্মার্ট সিটি’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানী ঢাকার হোটেল লে মেরিডিয়ানে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সূচনা বক্তব্যে ইসলামিক স্মার্ট সিটি করার লক্ষ্য এবং সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়।

উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, মাওয়া রোড সংলগ্ন শ্রীনগরের ষোলঘরে হচ্ছে ‘পুষ্প ইসলামিক স্মার্ট সিটি’ ও রাজধানী ঢাকার মিরপুরে হচ্ছে ‘মিরপুর ইসলামিক স্মার্ট সিটি’। এই শহর নির্মাণে মূল লক্ষ্য থাকবে–বাসিন্দাদের জন্য সর্বোচ্চ আধুনিক নিরাপদ নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার প্রতিটি স্তরে ইসলামি আদর্শ, মূল্যবোধ ও সংস্কৃতি নিশ্চিত করা। ইসলামি পরিবেশ নিশ্চিত করে আধুনিক, টেকসই এবং আরামদায়ক আবাসন প্রকল্প তৈরি করা।

‘ইসলামিক স্মার্ট সিটি’তে থাকছে মসজিদ, মাদরাসা, শিশুদের জন্য ইসলামি শিক্ষা ও মূল্যবোধভিত্তিক স্কুল এবং গবেষণাকেন্দ্র, হালাল অর্থনীতি জোন, অত্যাধুনিক নিরাপত্তা ব্যব্স্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক শালীন বিনোদন ও খেলার জায়গা।

‘ইসলামিক স্মার্ট সিটি’র ফাউন্ডার ডিরেক্টর হাসিবুল হক মামুন বলেন, আমরা এমন একটি শহর তৈরি করতে চাই যেখানে মানুষ আধুনিক জীবন উপভোগ করবে, কিন্তু তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ সুরক্ষিত থাকবে। এটি শুধু একটি আবাসন প্রকল্প নয়, বরং একটি আদর্শ জীবনযাত্রার মডেল। ইসলামিক সিটির পরিবেশটা ফাইভ স্টার হোটেলের মতো হবে। প্রথম পর্যায়ে ঢাকার কয়েকটি প্রবেশ মুখে প্যারালালি ছয়টি ‘ইসলামিক স্মার্ট সিটি’ গড়ে তোলা হবে। পরে দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে এক বা একাধিক ‘ইসলামিক স্মার্ট সিটি’ গড়ে তোলা হবে।

‘ইসলামিক স্মার্ট সিটি’র ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মাহমুদ হাসান বলেন, আমরা চাই, আমাদের সন্তানরা ভার্চুয়াল দুনিয়ায় নয়, বরং বাস্তব পৃথিবীর মাটিতে পা রাখুক। তারা যেন যান্ত্রিকতার শিকল ছিড়ে দৌড়ঝাঁপ করে বড় হতে পারে। তাদের জন্য আমরা রেখেছি বিশাল খেলার মাঠ। বিকেলে খেলা শেষে মাগরিবের আজান শুনলে তারা যেন দলবেঁধে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে আধুনিক প্রযুক্তির সব সুযোগ-সুবিধা থাকবে, কিন্তু তা আমাদের শিকড় ও বিশ্বাস থেকে দূরে সরাবে না। আমাদের লক্ষ্য হলো, এই দ্বীনি ও নির্মল পরিবেশে বেড়ে উঠে তারা যেন ‘মানুষের মতো মানুষ’ হতে পারে। তারা যেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ইসলামিক মূল্যবোধ ও নৈতিকতায় বলীয়ান হয়ে গড়ে ওঠে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন