মৌলভীবাজারে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৩: ২৮

মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্রী হাবিবা বেগম (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার রাত ১০টার দিকে শহরের বেড়িরচর এলাকার ভাড়াটিয়া বাসা (মহিবুর রহমান) বাসা থেকে উদ্ধার করা হয়। হাবিবা জাহাঙ্গীর মিয়ার মেয়ে তারা রাঙ্গামাটি জেলার বাসিন্দা।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান রাতে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত