
স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় ২০২৪ সালের ৫ আগস্টের পর সৌদি থেকে দেশে ফিরে আসেন এনামুল হক মোল্লা। তবে একাধিক মামলা থাকায় নাম পরিবর্তন করে ‘আব্দুল্লাহ আল মামুন’ নামে ২০১৭ সালে চলে যান সৌদি আরবে। পরে হেলিকপ্টারযোগে গ্রামের বাড়িতে আসেন।
সম্প্রতি তিনি মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে শ্রীপুর উপজেলার সর্বত্র পোস্টার টানিয়ে গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সভা, সমাবেশ, মিছিল, মিটিং করে প্রচারণা চালায়।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে নিজ বাড়ি থেকে এনামুলকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তার তথ্যের ভিত্তিতে সহযোগীদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা (৪৮), তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল এবং তোফাজ্জল।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) যৌথবাহিনী বরকুল গ্রামের এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালায়। পরে তার বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদের আটক করে যৌথবাহিনী। এসময় তারদের কাছ থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২টি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নেল গান, একটি চাকু উদ্ধার করা হয়। আটককৃতদেরকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সম্প্রতি বিএনপি ঘোষিত গাজীপুর-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য ২০০১ সালে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় ২০২৪ সালের ৫ আগস্টের পর সৌদি থেকে দেশে ফিরে আসেন এনামুল হক মোল্লা। তবে একাধিক মামলা থাকায় নাম পরিবর্তন করে ‘আব্দুল্লাহ আল মামুন’ নামে ২০১৭ সালে চলে যান সৌদি আরবে। পরে হেলিকপ্টারযোগে গ্রামের বাড়িতে আসেন।
সম্প্রতি তিনি মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে শ্রীপুর উপজেলার সর্বত্র পোস্টার টানিয়ে গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সভা, সমাবেশ, মিছিল, মিটিং করে প্রচারণা চালায়।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে নিজ বাড়ি থেকে এনামুলকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তার তথ্যের ভিত্তিতে সহযোগীদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা (৪৮), তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল এবং তোফাজ্জল।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) যৌথবাহিনী বরকুল গ্রামের এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালায়। পরে তার বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদের আটক করে যৌথবাহিনী। এসময় তারদের কাছ থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২টি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নেল গান, একটি চাকু উদ্ধার করা হয়। আটককৃতদেরকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সম্প্রতি বিএনপি ঘোষিত গাজীপুর-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য ২০০১ সালে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় মারা গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, যশোর শহরের নীলগঞ্জ মহাশ্মশানে বিকেলে তার শেষকৃত্য হবে। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক অনুসারী রেখে গেছেন।
৮ মিনিট আগে
পড়ালেখা শেষ করে ব্যাংকে চাকরি নিয়ে বিয়ে করার ইচ্ছা ছিল সাদিয়া হক পাটোয়ারীর (২৪)। কিন্তু তার শেষ দুইটি ইচ্ছা আর পূরণ হয়নি। এর আগে কক্সবাজারে চকোরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় সাদিয়া, তার মা-ভাবিসহ একই পরিবারের ৫ জন নিহত হন। বৃহস্পতিবার বেলা ১০টায় চৌদ্দগ্রামে জানাযা শেষে সাদিয়াসহ ৫ জনকে পারিবারিক কবরস্থানে দা
২৩ মিনিট আগে
বরগুনার আমতলীতে ৯ লাখ টাকার ১৫০০ কেজি জাটকা জব্দ করেছে যৌথ বাহিনী। জব্দ করা মাছ এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ছুরিকাটা নামক স্থান থেকে ঝাটকা ইলিশ জব্দ করা হয়।
২৯ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মকিমাবাদ গ্রামে চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়া পুরনো কবরস্থানের জমি দখলের অভিযোগ উঠেছে। সম্পত্তি জবরদখলের হাত থেকে রক্ষায় জেলা প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেছেন জমির মালিক রুস্তুম আলী হাওলাদার।
৩৫ মিনিট আগে