মাধবপুরে জুলাই শহীদ দিবস পালন

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৩: ৩২

হবিগঞ্জের মাধবপুরে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদ বিন কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মো. মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ইমরুল হাসান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা, পশু সম্পদ কর্মকর্তা নিপুন রায়, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সাম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, জামায়াতের আমীর আলাউদ্দিন ভূইয়া, সাধারণ সাম্পাদক মোস্তফা কামাল, সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন রাহি, বিআরডি কর্মকর্তা ফয়সল চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জ্বল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সাম্পাদক আলমগীর কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, জুলাই আহদের পরিবার ও শহীদ শামীমের স্ত্রী পিয়ারা বেগম প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তব্য রাখতে গিয়ে শহীদ শামীমের স্ত্রী বলেন আগে অনেকেই খোঁজখবর নিতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই যেন ভূলে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের সবাইকে জুলাইয়ের চেতনা বুকে ধারন করে নতুন বাংলাদেশ গড়ার কাজে নেমে পড়তে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত