হবিগঞ্জে পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৩: ২১

হবিগঞ্জে ঐতিহাসিক “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন এবং জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ৭টায় জেলার চারটি উপজেলা বানিয়াচং, মাধবপুর, লাখাই ও নবীগঞ্জে অবস্থিত শহীদদের কবরস্থানে ফুলের শ্রদ্ধা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

বিজ্ঞাপন

সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস।

জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান বলেন, "জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা তৈরি করেছে। বৈষম্যের বিরুদ্ধে তাদের সেই যুদ্ধ আমাদের জন্য পথ দেখায়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, ইনশাআল্লাহ সেই স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সক্ষম হবো।" শহীদদের স্বপ্নপূরণে আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর ৫ আগস্ট (জুলাই বিপ্লবের দিন) শহীদদের স্মরণে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। আলোচনা সভা শেষে জেলা পরিষদের পক্ষ থেকে ১৫টি জুলাই শহীদ পরিবারের মাঝে অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মঞ্চ নাটক প্রদর্শন করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত