ইউপি সদস্যের এক কাপ চায়ের দাম ৪ হাজার!

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৩৩

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বয়স্ক ভাতার কার্ডের বিনিময়ে টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ইউপি সদস্য।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এর আগে, সোমবার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা বাজারে ইউপি সদস্যের নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মোশাররফ হোসেন। তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা জানান, টাকা ছাড়া কোনো কাজ করেন না মোশাররফ। ১০ ফেব্রুয়ারি বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে একজনের কাছে চার হাজার টাকা নেন তিনি। এ সময় হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় লোকজন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করতে দেখা গেছে তাকে। টাকা ফেরত দেবেন বলেও জানান তিনি।

অভিযুক্ত ইউপি সদস্য মোশাররফ বলেন, ‘বয়স্ক ভাতার কার্ড দেবো বলে চা খাওয়ার জন্য একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম। ওই সময় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। পরে টাকা ফেরত দিয়েছি।’

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, ইউপি সদস্য মোশাররফের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত