আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮০ একর জমি হস্তান্তর

সিলেট ব্যুরো
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮০ একর জমি হস্তান্তর

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (এসএমইউ) স্থাপনের জন্য অধিগ্রহণকৃত জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর)) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারীর কাছে জমির কাগজপত্র হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি (এলএ মামলা নং ০৯/২০১৯-২০ মূলে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখলও বুঝিয়ে দেওয়া হয়।এ সময় জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দেশের উত্তর-পূর্বাঞ্চলে উচ্চমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমি হস্তান্তরের এই আনুষ্ঠানিকতা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন