আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কৃষিজমি দখলমুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট

কৃষিজমি দখলমুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন

সিলেটের কোম্পানীগঞ্জে প্রভাবশালীদের কাছ থেকে সরকারি কৃষিজমি দখলমুক্ত করতে মানববন্ধন করেছেন এলাকার ভুক্তভোগী কৃষকেরা। মঙ্গলবার দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, আমরা কোম্পানীগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা এবং কৃষিকাজ করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছি। চাষাবাদ করাই আমাদের প্রকৃত পেশা। কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের লোভা হাওর, পিঁপড়াখাল হাওর মৌজার কৃষি ও অন্যান্য জমি গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে জোরপূর্বক দখল করে আছে। এ এলাকার প্রায় কয়েকশ একর জমি তাদের দখলে থাকলেও কৃষকেরা প্রতিবাদ করে উদ্ধার করতে পারছেন না।

এ সময় তারা অভিযোগ করেন, গোয়াইনঘাটের লাকী গ্রামের ছয়ফুল, তৈয়ব মেম্বার, আব্দুল করিম, মনির, আব্দুর রহিমসহ অনেকে জোরপূর্বকভাবে জমি দখল করে রেখেছে। তাদের নামে বেনামে কিছু অবৈধ প্রক্রিয়ায় বন্দোবস্ত রয়েছে। কোম্পানীগঞ্জের পাথর কোয়ারী বন্ধ থাকায় কৃষকরা বেকার হয়ে আছি।

গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের অন্তর্গত লাকী গ্রামের প্রভাবশালীদের দখল ও অবৈধ প্রক্রিয়ায় বন্দোবস্ত করা খতিয়ান বাতিল করে কৃষিজমি দখলদারদের হাত থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলার জনসাধারণের জন্য কৃষি উপযোগী করে দিলে বেকারত্ব লাঘব হবে। এ সময় উপস্থিত ছিলেন আমির আলী, শফিক মিয়া, ইমরান মিয়া, রাহিম আলী, আব্দুল হান্নান, গোলাম কবীর, ফকির আলী, আল আমিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন