মাধবপুরে এস এম ফয়সল শিক্ষা বৃত্তি প্রদান

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৭: ০১
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৭: ১১

হবিগঞ্জের মাধবপুরে এস.এম.ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সল প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি তুলে দেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফকরুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের উপ মহা ব্যবস্থাপক ক্যাপ্টেন অব. লিয়াকত হোসেন, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গংগেষ চন্দ্র দাস প্রমুখ।

কোরআন তেলাওয়াত করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুনায়েত লস্কর।

৯টি বিদ্যালয়ে ৪৫০ শিক্ষার্থীর মধ্যে ৯ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার ১ হাজার ৬০০ শিক্ষার্থীর মধ্যে ৩২ লাখ টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত