সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের বিজয়ী করার লক্ষ্যে উপজেলা মহিলা দলের উদ্যোগে মহিলা ও জনপ্রতিনিধিদের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল আড়াইটায় গোয়ালাবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কলারাইয়া গ্রামে উপজেলা মহিলা দলের নেত্রী মোছা. ওয়াজিবা আক্তার সভাপতিত্বে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টায় একই এলাকায় দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে উপজেলার ৮ ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উভয় সভাতেই প্রধান অতিথি ছিলেন তাহসিনা রুশদীর লুনা।
মহিলাদের সঙ্গে মতবিনিময় সভায় লুনা বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অটল থেকেছে। মহিলাদের কর্মসংস্থান, নিরাপত্তা, প্রশিক্ষণ ও সামাজিক ক্ষমতায়নকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। আপনাদের ভালোবাসা ও বিশ্বাস আমাকে অনুপ্রাণিত করে।
জনপ্রতিনিধিদের সঙ্গে সভায় তিনি যোগ করেন, রাজনৈতিক বৈষম্যের কারণে এই আসনের উন্নয়ন অনেকটাই থেমে ছিল। আমি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের জন্য উন্নয়ন নিশ্চিত করব। সিলেট-২-কে একটি পরিকল্পিত ও স্বশাসিত মডেল এলাকায় রূপান্তর করাই আমাদের লক্ষ্য।
দুটি সভাতেই স্থানীয় জনপ্রতিনিধি, মহিলা নেত্রী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—লুনার প্রার্থিতা সিলেট-২ আসনের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। একইসঙ্গে তাকে বিজয়ী করতে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

