আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ঘাটতি নেই প্রত্যাশার চেয়ে ভালো

সিলেট ব্যুরো

আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ঘাটতি নেই প্রত্যাশার চেয়ে ভালো

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, প্রত্যাশার চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আইনশৃঙ্খলার দিক থেকে বিগত যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন ভালো হবে। এবারের প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনো ঘাটতি নেই। অন্য যে কোনোবারের তুলনায় এবার ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার বিকেলে সিলেট বিভাগীয় আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নগরীর সুবিদবাজারে পিটিআই অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের কাজে জড়িতরা সব ভালো অফিসার; আওয়ামী লীগের দোসর নেই। এখানে আওয়ামী লীগের দোসর বলতে কোনো কিছু নেই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, সবাই খুব ভালো ও সৎ অফিসার।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি এবং পরিকল্পনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার প্রতিটি ভোটিং সেন্টারে সিসিক্যামেরা থাকবে। কিছু কেন্দ্রে ড্রোনও থাকবে। এছাড়া বডি ওর্ন ক্যামেরা থাকবে, ডগ স্কোয়াডও থাকবে। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার থাকবে। এদের মধ্যে তিনজন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ, বিমানবাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স। থাকবে মোবাইল টিমও।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার রেজা উন নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, বিভাগের সব ইউএনও, ওসি ও সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...