বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই মানুষ বিএনপিকে পছন্দ করে বলে মন্তব্য করেছেন সিলেট–১ আসনের দলটির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর শাহী ঈদগাহ আল্লাহু পয়েন্ট সংলগ্ন মিতা কমিউনিটি সেন্টারে প্রধান নির্বাচনি কার্যালয় দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধনের আগে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তাদির বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানের কারণে মানুষ বিএনপিকে পছন্দ করে। তাদের কারণেই নির্বাচনি প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে সবাইকে কাজ করতে হবে।
খন্দকার মুক্তাদির বলেন, নির্বাচন পরিচালনার সুবিধার্থে এই কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বিএনপি একটি সুশৃঙ্খল দল উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি পদক্ষেপে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি মাহবুব কাদীর শাহী, সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহিন, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

