হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অলিউল্লাহ নোমান বলেছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতিমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে এমন প্রার্থী নির্বাচিত করতে হবে— যিনি দেশ ও জাতির জন্য জীবনবাজি রাখতে পারবেন।
মঙ্গলবার মাধবপুরের বহরা ইউনিয়ন ও শাজাহানপুরের নো হাঁটি বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অলিউল্লাহ নোমান বলেন, নির্বাচিত হলে সাধারণ নাগরিকের সাথে সংসদ সদস্যদের বৈষম্য দূর করার চেষ্টা হিসেবে রাষ্ট্রীয় টেক্স ফ্রি গাড়ি তিনি নেবেন না। একই সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভূমিহীন নাগরিকের ভোটে নির্বাচিত হয়ে রাজউকের প্লট বা ফ্ল্যাটের জন্য আবেদন করবেন না। এলাকার জন্য রাষ্ট্রীয় বরাদ্দ জনসমক্ষে প্রকাশ করা হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। এছাড়াও মাধবপুর ও চুনারুঘাটকে আধুনিকায়ন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি দুই উপজেলার বেহাল রাস্তাঘাট টেকসই উন্নয়নের উদ্যোগের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি।
তিনি বলেন, দুর্নীতি রোধ করা গেলে এলাকায় টেকসই উন্নয়ন সম্ভব হবে। নতুবা উন্নয়ন কাজের অধিকাংশ অর্থ দুর্নীতির মাধ্যমে বিভিন্ন পকেটে চলে যায়। বাকি যে টাকা কাজে ব্যয় হয় তাতে যথাযথভাবে কাজ হয় না। এতে অল্প সময়ে সব আবার আগের মত হয়ে যায়। দুর্নীতির টাকা কাজে ব্যয় হলে উন্নয়ন হবে টেকসই।
ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা শাসনের শুরুতে যখন ফ্যাসিবাদী হয়ে উঠার চেষ্টায় ছিলেন তখন থেকেই প্রতিবাদ করে আসছিলাম। এতে ফ্যাসিবাদী সরকারের আদালত কারাগারেও পাঠিয়েছিলেন। তারপরও দুর্নীতি এবং দু:শাসনের বিরুদ্ধে বলা এবং লেখা থামেনি। এক পর্যায়ে সত্য উন্মোচনের কারণে দেশত্যাগ করতে হয়েছিল। ফ্যাসিবাদের সাথে আপসহীন সংগ্রাম করেছে আমার দেশ পত্রিকা ও পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। এই লড়াইয়ের ক্ষুদ্র একজন কর্মী হিসেবে পাশে ছিলাম আমরা।
তিনি বলেন, প্রতিটি মানুষ হচ্ছেন এমপি। তারা ভোট দিয়ে একজনকে সংসদে গিয়ে কথা বলা ও আইন প্রণয়নের জন্য পাঠান। সুতরাং এমন প্রার্থীকে ভোট দিতে হবে যিনি সৎ, যোগ্য এবং পরীক্ষিত।
উল্লেখ- গত ১ ডিসেম্বর অলিউল্লাহ নোমানকে হবিগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এর আগে এই আসনে দলটির ঘোষিত প্রার্থী ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান। মনোনয়ন পাওয়া মুখলিছুর রহমান নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে একই আসনে দলের প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমানকে সমর্থন জানান।

