‘পর্যটন এবং টেকসই রূপান্তর’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, জামায়াতের পৌর সভা আব্দুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংবাদিক হামিদুর রহমান, ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজীল, সামছুল ইসলাম বাবলু প্রমুখ।

