সুনামগঞ্জ- ৩ আসন উন্মুক্ত চান জমিয়ত প্রার্থী তালহা আলম

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৬: ১৪

বিএনপির কাছে সুনামগঞ্জ- ৩ আসন উন্মুক্ত চেয়েছেন জমিয়ত প্রার্থী তালহা আলম। শুক্রবার (৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে তিনি এ দাবি করেন।

বিজ্ঞাপন

জগন্নাথপুর উপজেলার ‘জনতার চেয়ারম্যান’ খ্যাত সৈয়দ তালহা আলম লাইভে যদি বিএনপির সাথে ১২ দলীয় জোটের সমঝোতা হয় তাহলে সুনামগঞ্জ-৩ আসনটি উন্মুক্ত করে দেওয়ার দাবি করেন।

তিনি বলেন, সুনামগঞ্জ-৩ আসন জমিয়তের ঘাঁটি এবং অতীতে জমিয়তের প্রার্থী বিএনপির প্রার্থীর চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে। ২০২২ সালে তিনি বিএনপির সাবেক নির্বাচিত চেয়ারম্যানের চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। এ আসনে তার নিজস্ব কর্মী-বাহিনীও রয়েছে।

কিছুদিন আগে, বিএনপি যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর আহমদকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। কয়সর আহমদ দীর্ঘদিন লন্ডনে অবস্থান করে ৫ আগস্টের পরে দেশে ফিরেছেন।

তালহা আলম আরও জানান, জগন্নাথপুর-শান্তিগঞ্জের সাধারণ জনগণ তাকেই প্রার্থী হিসেবে চান।

তার মতে, বিএনপি স্বাভাবিকভাবেই শরিক দলগুলোর সবাইকে খুশি করতে পারবে না—সে কারণে তিনি প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের শুভেচ্ছা জানান। তবে সুষ্ঠু নির্বাচন ও জনগণের সুবিধার্থে দল এবং জোটের আনুগত্য স্বীকার করে তিনি সুনামগঞ্জ-৩ আসনটি উন্মুক্ত চান, যেন তিনি জমিয়ত মুফতি ওয়াক্কাস গ্রুপের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত