সুনামগঞ্জে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নুরুলের শোডাউন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৫: ৩৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে লিফলেট বিতরণ ও শোডাউন করেছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি জেলা আহবায়ক কমিটির সদস্য ও সদর-বিশ্বম্ভরপুর- ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে এ কর্মসূচি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথসভায় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত একটি গণমানুষের দল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করেছে, আর আজ তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে অগ্রসর হচ্ছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। এই কর্মসূচির মাধ্যমেই জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই তাদের ন্যায্য অধিকার, স্বাধীনতার প্রকৃত স্বাদ ও গণতন্ত্রের মর্যাদা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত