সিলেটের ওসমানীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
বুধবার দুপুরে এ ঘটনায় আহবাবুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আহার মিয়া সাতজনকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়, গত ২৮ নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর নিউমার্কেটে অবস্থিত খাদিমপুর ড্রাগ হাউজে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে সংঘবদ্ধ হামলা চালায়।
ম্যানেজার আহার আলী জানান, পূর্ববিরোধের জেরে একই গ্রামের তবারক আলীর ছেলে আব্দুল আলীম (৪০), রফিক আলীর ছেলে শিহাব মিয়া (৩৫), নাজাওত আলীর ছেলে বদরুল আলম (৩৭), ফয়জুল আলম (৪০) এবং খালিক মিয়ার ছেলে জুবেল মিয়াসহ মোট ১০–১২ জনের একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ হামলার নেতৃত্ব দেয়।
হামলাকারীরা তাকে দোকান থেকে টেনে-হিঁচড়ে বাইরে এনে বেধড়ক মারধর করে। পরে দোকানের ক্যাশ থেকে ২৫ হাজার টাকা লুট করে এবং ফার্মেসির ভেতরে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করে। দোকানের সামনে রাখা তার ব্যক্তিগত অটোরিকশাও ভাঙচুর করা হয়, যাতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়।
ঘটনার পর বাজারের অন্যান্য ব্যবসায়ীরা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের পরিকল্পিত সন্ত্রাসী হামলা বাজারের সামগ্রিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাব হোসেন বলেন, এ ধরনের সংগঠিত প্রতিপক্ষের সন্ত্রাসী ঘটনা বাজারের সার্বিক নিরাপত্তা ক্ষুণ্ন করেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

