সীতাকুণ্ডের জঙ্গল এলাকায় সন্ত্রাসীদের হাতে র্যাবের এক সদস্য নিহতের মর্মান্তিক ঘটনায় বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে লিখিত বিবৃতি দিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ।
তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নাম জড়িয়ে যেসব সংবাদ ও অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
লিখিত বিবৃতিতে আসলাম চৌধুরী বলেন, সন্ত্রাসীদের হাতে র্যাব সদস্য নিহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। এটি একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড।
তিনি নিহত র্যাব সদস্যের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

