জমিসংক্রান্ত বিরোধে ভাগিনার হাতে মামা খুন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৭: ২৪

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চুনারুঘাটে ভাগিনা বিকাশ মিয়ার হাতে মামা ছেরাগ আলী (৫৫) খুন হয়েছেন। এ ঘটনায় দু’জনকে আটক করছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে যান ছেরাগ আলী। এ সময় তার বোনের স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশ মিয়াকে নিয়ে বাধা দেয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হলে বিকাশ হাতের রাম দা ও লাঠি দিয়ে ছেরাগ আলীকে আঘাত করেন। সংঘর্ষে চেরাগ আলী গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেরাগ আলী মারা যান।

বিজ্ঞাপন

নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান, নিহত ছেরাগ আলী ও তার বোনের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশ বৈঠকে শেষ হয়েছে। কিন্তু কোর্ট থেকে মামলা তুলে না নেয়ায় পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষ করতে গেলে তার বোন তার স্বামী ও সন্তানদের নিয়ে বাধা প্রদান করলে সংঘর্ষ হয়। এতে ছোরাগ আলী মারা যান।

চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত