ওসমানীনগরের রহস্যময় গায়েবি মসজিদ

সাইফুর এম রেফুল, ওসমানীনগর (সিলেট)
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪২
সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের তাজপুর-বালাগঞ্জ রোডের পাশে গায়েবি জামে মসজিদ। ছবি: আমার দেশ

সিলেটের উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের তাজপুর-বালাগঞ্জ রোডের পাশে দাঁড়িয়ে আছে প্রাচীন রহস্যময় এক স্থাপনা। স্থানীয়দের কাছে এটি গায়েবি জামে মসজিদ নামে পরিচিত। মসজিদের সঠিক নির্মাণকাল ও নির্মাতার পরিচয় জানা না থাকলেও এটি আবিষ্কারের এক অলৌকিক কাহিনি লোকমুখে প্রচলিত।

বিজ্ঞাপন

জানা যায়, শাহজালাল (রা.)-এর সিলেটে আগমনের আগেই টুলটিকরে সাধক হযরত বোরহান উদ্দিন (রা.) ওরফে নূরউদ্দিন বসতি স্থাপন করেছিলেন। পরে শাহজালালের সফরসঙ্গী সৈয়দ উম্মর ছমর খন্দের তিন সন্তান— সৈয়দ মাহবুব খন্দকার, সৈয়দ তাহির খন্দকার এবং অপর আউলিয়া সৈয়দ ওসমান বোগদাদী বর্তমান উসমানপুরে আগমন করেন। সে সময় এ অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের বসতি ছিল।

তিন আউলিয়া একটি উঁচু টিলা বেছে নেন বসতির জন্য। টিলা কাটতে গিয়ে হঠাৎ কোদালের আঘাতে একটি পাকা স্থাপনার অংশ বেরিয়ে আসে। মুসলমানরা ভেবেছিলেন এটি হয়তো তাদের মসজিদ, তবে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এটিকে তাদের মন্দির বলে দাবি করেন । পরবর্তী সময়ে উভয় পক্ষের সম্মতিতে খনন কাজ চলে। অবশেষে পাওয়া যায় আজকের এই গায়েবি মসজিদটি। স্থানীয়রা বিশ্বাস করেন, এটা ছিল ঐশ্বরিক ইঙ্গিত, যা নতুন বসতির দিকনির্দেশনা দিয়েছিল।

শিল্পকলার নিখুঁত কারুকাজে ভরপুর এই মসজিদটির দেয়াল প্রায় আড়াই হাত পুরু। শত বছরের প্রাকৃতিক ক্ষয়-ক্ষতির পরও দেয়ালের গায়ে জেগে আছে প্রাচীন সভ্যতার স্পর্শ। অনেককাল বন-জঙ্গলে ঢাকা থাকলেও মসজিদটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে।

সৈয়দ ওসমান বোগদাদী (রা.)-এর নাম অনুসারে এ গ্রামের নামকরণ হয় উসমানপুর। গ্রামের মানুষের স্মৃতিচারণে এখনো ভেসে ওঠে গায়েবি মসজিদের সেই রহস্যময় আবির্ভাবের গল্প।

স্থানীয় প্রবীণ দলিল লেখক শাহাব উদ্দিন মুহিত বলেন, আমাদের বাপ-দাদারা এই মসজিদের অলৌকিক আবির্ভাবের গল্প শুনিয়ে গেছেন। শত শত বছর ধরে এ মসজিদ মুসলমানদের আধ্যাত্মিক শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।

বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ জানান, বর্তমান উসমানপুর ছিল একটি বৌদ্ধ অধ্যুষিত অঞ্চল, নাম ছিল ভগবানপুর। পরে হযরত উসমান বোগদাদীর নামানুসারে স্থানটির নাম হয় উসমানপুর। এই মসজিদটি হযরত শাহজালাল (র.)-এর আগমন পূর্বেকার আগন্তুক মুসলিমদের দ্বারা নির্মিত। এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত দলিল।

আজও যখন ভোরের আলোয় কিংবা বিকেলের শেষ রোদে এই মসজিদের দেয়াল ছুঁয়ে যায়, তখন মনে হয় সময়ের গভীর থেকে উঠে আসা ইতিহাস আমাদের ফিসফিস করে বলে যায়, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত