আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন, ৫ জনকে কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন, ৫ জনকে কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় ৫ জন মাদকসেবীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

দণ্ডিতরা হলেন ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, তাহসিন আহমেদ, আহমদ মাহফুজ, নাসির হোসাইন।

জানা যায়, বুধবার (২৫ জুন) দণ্ডপ্রাপ্ত এই পাঁচ যুবক সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা হয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে ফেরার পথে বুধবার সন্ধ্যা ৭ টায় মধ্যনগর এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মাদক সেবনকারীকে আটক করা হয়।

পরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে আটক ৫ জন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারার অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, মধ্যনগর বাজার ঘাটে একটি হাউজবোটে কিছু তরুণ গাজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। আমি ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই। পরে তাদের ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন