কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৪: ৫৩
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৪: ৫৪

শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট। এ কারণে সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রয়েছে ।

সরেজমিনে দেখা গেছে, সিলেট কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ রোডে বন্ধ রয়েছে ট্রাক পিক-আপ কাভার্ড ভ্যানসহ বেশিরভাগ পণ্য পরিবহনের গাড়ি। তবে যথারীতি সচল রয়েছে যাত্রীবাহী গাড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে আসতে দেখা গেছে পর্যটন বাহী বাস মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা। এছাড়াও লোকাল সিএনজি অটোরিকশা এবং ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ জানান, সব ধরনের গাড়ি স্বাভাবিক ভাবে চলাচল করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আমাদের পুলিশ রাস্তায় টহলে রয়েছে। এছাড়া চেকপোস্টে আমরা সিসিটিভি ক্যামেরা স্থাপন করছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত