আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুতা লুকিয়ে রাখার অপরাধে শিশু খুন, সহপাঠী গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
জুতা লুকিয়ে রাখার অপরাধে শিশু খুন, সহপাঠী গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় জুতা লুকিয়ে রাখার অপরাধে আশরাফুল ইসলাম (৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে তারই এক সহপাঠী।

নিহত আশরাফুল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, নিহত আশরাফুল মাধবপুর উপজেলার নোয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। একই মাদ্রাসার আরেক ছাত্র এহসানুল হক নবীন মিয়া (১১) গত সোমবার রাতে তার জুতা খুঁজে পাচ্ছিল না। পরে জানতে পারে যে আশরাফুল তার জুতা লুকিয়ে রেখেছে।

নবীন মিয়া আশরাফুলকে সঙ্গে নিয়ে মাদ্রাসার পেছনে যায়। সেখানে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে নবীন আশরাফুলকে ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর লাশটি একটি ড্রেনের মধ্যে কাগজ দিয়ে ঢেকে রেখে মাদ্রাসায় ফিরে এসে ঘুমিয়ে পড়ে।

পরদিন সকালে মাদ্রাসার শিক্ষকরা আশরাফুলকে খুঁজে না পেয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নবীন তার সহপাঠীকে জুতা লুকিয়ে রাখার অপরাধে মেরে ফেলার কথা স্বীকার করে।

খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির হোসেন ঘটনাস্থলে এসে নবীনের দেখানো স্থান থেকে আশরাফুলের লাশ উদ্ধার করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্ল্যা জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন