ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উদ্‌যাপন

মৌলভীবাজারে শহীদদের স্মরণে ম্যারাথন

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৯: ৩৭
জুলাই ম্যারাথন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে পাঁচ কিলোমিটার দীর্ঘ প্রতীকী ম্যারাথন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী।

বিজ্ঞাপন

ম্যারাথন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বুলবুল আহমেদ। উপস্থিত ছিলেন এডিএম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, এএসপি শাকিল প্রমুখ।

জুলাই যোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ, শিশু ও প্রশাসনের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। আয়োজনটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা উন্মুক্ত মঞ্চে শেষ হয়।

আয়োজকরা জানান, জুলাই-আগস্ট আন্দোলনের বীরদের স্মরণ এবং নতুন প্রজন্মকে আন্দোলনের ইতিহাস জানাতেই এই উদ্যোগ।

জুলাই আন্দোলনের যোদ্ধা তানজিয়া শিশির ও রেজিয়া খন্দকার সেবী বলেন, ‘আমাদের সংগ্রামের স্মরণে এমন আয়োজন গর্বের।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত