সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুর ২ টার দিকে সিলেটের তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসএমপির জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারের পর আবুল কালাম চৌধুরীকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। জালালাবাদ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

