মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, হাছন রাজার প্রপৌত্র দেওয়ান জয়নুল জাকেরীন। তিনি সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে পৌর শহরের সাহেববাড়ি ঘাট এলাকার নিজ বাসভবনে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
দেওয়ান জয়নুল জাকেরীন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ লক্ষ্যে তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রচার এবং ঘন ঘন মাঠপর্যায়ের প্রচারণাও চালিয়েছেন। কিন্তু ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
মনোনয়ন পাওয়ার পর অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সৌজন্য সাক্ষাতে জয়নুল জাকেরীনের বাসায় এসে দলের প্রতীক ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তবে পরে স্থানীয় জনগণের আশা আকাঙ্খা পুনর্বিবেচনা করেন জয়নুল জাকেরীন
মতবিনিময় সভায় দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, আমি সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এলাকার উন্নয়নে আমার কাজ মানুষ জানে। দলীয় মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমাকে মনোনয়ন দেয়া হয়নি। এতে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরের সর্বস্তরের জনসাধারণ কষ্ট পেয়েছেন। তাদের দাবিতেই আমাকে নির্বাচনে আসতে হচ্ছে। জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের সঙ্গে থাকতে চাই, সেবা করতে চাই। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।
সভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, এই অঞ্চলের উন্নয়ন, মানবিক সংকটে মানুষের পাশে থাকা—এসব ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। মনোনয়ন না দেওয়ায় এলাকায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। জনগণের চাহিদা পূরণেই তার স্বতন্ত্র প্রার্থী হওয়া সময়োপযোগী সিদ্ধান্ত।
দেওয়ান জয়নুল জাকেরীনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে সুনামগঞ্জ- ৪ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন উত্তাপ দেখা দিয়েছে। বিএনপি প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র হিসেবে প্রভাবশালী এই নেতার মাঠে নামা ভোটে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গণে।

