ভারত সীমান্তবর্তী সিলেটে করোনা সংক্রমণের আশঙ্কায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। তবে সিলেটের স্বাস্থ্য বিভাগ নানা উদ্যোগ নিলেও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও তামাবিল স্থলবন্দরের দুটি থার্মাল স্ক্যানার বিকল হয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র জানায়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট সীমান্তের স্থলবন্দর ওই দুই জায়গায় স্থাপিত থার্মাল স্ক্যানার দীর্ঘদিন থেকে বিকল হয়ে পড়েছে। বিশেষ করে গত করোনার শেষে এগুলো আর ব্যবহৃত হয়নি। তবে থার্মাল স্ক্যানার বিকল থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর ও স্থলবন্দরে ইনফারেড থার্মোমিটার দিয়ে বিকল্প পদ্ধতিতে দেশের বাইরে থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে।
সিলেটের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি স্বীকার করে জানান, গুরুত্বপূর্ণ ওই দুটি বন্দরে দ্রুত থার্মাল স্ক্যানার বসানো হবে। করোনা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করে তিনি বলেন, 'তবে সতর্কতা জরুরি।'
সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানান, করোনা-পরবর্তী সময়ে ব্যবহার না হওয়ায় ওসমানী বিমানবন্দর ও তামাবিল স্থলবন্দরের থার্মাল স্ক্যানার বিকল হয়ে পড়েছে। তবে ইনফারেড থার্মোমিটার দিয়ে ওই দুই জায়গায় কাজ চলছে।
তিনি আরো জানান, থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা সহজ ও নিরাপদ। স্ক্যানার মেশিন দুটি দ্রুত সচল না হলে নতুন করে স্ক্যানার বসানো হবে বলেও জানান তিনি।
প্রবাসী অধ্যুষিত ওই অঞ্চলে করোনা সংক্রমণ ঠেকাতে আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। এজন্য তিনি বেশি লোকসমাগম স্থান এড়িয়ে চলা ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করায় তারাও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের জন্য ইমিগ্রেশন এলাকায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়া বিমানবন্দরের যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক ব্যবহারসহ সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ শামীম আহমদ জানান, ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে তারাও প্রস্তুত রয়েছেন।
ভারতসহ বিভিন্ন দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সিলেটের স্বাস্থ্য বিভাগও নড়েচড়ে বসেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে আরো ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাসংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারাদেশে নতুন করে বাড়ছে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ।
এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তায় জরুরি প্রয়োজন ছাড়া ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি জোরদার করতে বলা হয়েছে।

