অডিও ভাইরাল
জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হককে মুঠো ফোনে পেঠানোর হুমকি দিলেন বিএনপির এক নেতা। তিনি হলেন উপজেলার হলদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ডা. রাজা মিয়া।
এসএসসির ফলাফল বিএনপির এই নেতাকে না জানানোর কারণে এ হুমকি দেন তিনি। মোবাইল ফোনে প্রধান শিক্ষককে ওই বিএনপি নেতার ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে বিএনপি এই নেতার এমন হুমকির কথা জানাজানি হওয়ার পরও এখন পর্যন্ত ব্যবস্তা নিচ্ছে না উপজেলা বিএনপির নেতারা।
অডিও রেকর্ডে বিএনপির ঐ নেতাকে বলতে শুনা যায়, কিতাবা মানুষের ঘরে ঘরে কইয়া গেলা কে পাস করছে, কে ফেইল করছে। আমার সামনে দিয়া গেলা আমারে মাতাইলা না। এ কথার জবাব দিতে না দিতেই তিনি বলেন ঐ বেঠা তুইতো বেয়াদব, আমার হাতের পিঠা খাইছছ না। পিঠা দিলে কোন বাপে তোরে ফিরাইত না। বেয়াদবের ঘরে বেয়াদব। খবিসের ঘরে খবিস। তোরে পিঠাইমু। আমার ফোন ধরস না। আমারে দাওয়াত দেসনা। তোরে কিন্তু পিঠাইমু।
চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, প্রধান শিক্ষক এমদাদুল হক জানান, স্কুলের মাঠে মাটি ভরাটের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি বরাদ্দ দেন। বরাদ্দের টাকা পয়সা খেতে না পেরে এ নিয়ে তিনি আমার ওপর ক্ষুব্ধ। এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলে তাকে কেন আমি রেজাল্ট জানাইনি। এ নিয়ে ফোন করে গালিগালাজ ও হুমকি দেন। আমি আমার এক শিক্ষককে নিয়ে তার দোকানে গিয়ে দেখা করে বিষয়টি বুঝিয়ে বলতে চাইলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তার নাতীকে পাঠিয়েও স্কুলে হুমকি দেন। ভয়াবহ অবস্থা আমি ভয়ে আছি। আমি ভয়ভীতির মধ্যে আছি। কি করব ভেবে পাচ্ছি না।
এবিষয়ে জানতে ডা. রাজা মিয়াকে একাধিকবার ফোন করার পরও কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার বলেন, এই মাত্র ফেসবুকে ঘটনাটি জানতে পেরেছি। দলের একজন নেতা হিসেবে এমন আচরণ কাম্য নয়। তবে রাজা মিয়া একজন শান্ত মানুষ। জানি না কেন এমনটি হয়েছে। আমরা হুমকির ঘটনাটি যাচাই করব। সত্য প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্তা নেবো।
সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হককে মুঠো ফোনে পেঠানোর হুমকি দিলেন বিএনপির এক নেতা। তিনি হলেন উপজেলার হলদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ডা. রাজা মিয়া।
এসএসসির ফলাফল বিএনপির এই নেতাকে না জানানোর কারণে এ হুমকি দেন তিনি। মোবাইল ফোনে প্রধান শিক্ষককে ওই বিএনপি নেতার ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে বিএনপি এই নেতার এমন হুমকির কথা জানাজানি হওয়ার পরও এখন পর্যন্ত ব্যবস্তা নিচ্ছে না উপজেলা বিএনপির নেতারা।
অডিও রেকর্ডে বিএনপির ঐ নেতাকে বলতে শুনা যায়, কিতাবা মানুষের ঘরে ঘরে কইয়া গেলা কে পাস করছে, কে ফেইল করছে। আমার সামনে দিয়া গেলা আমারে মাতাইলা না। এ কথার জবাব দিতে না দিতেই তিনি বলেন ঐ বেঠা তুইতো বেয়াদব, আমার হাতের পিঠা খাইছছ না। পিঠা দিলে কোন বাপে তোরে ফিরাইত না। বেয়াদবের ঘরে বেয়াদব। খবিসের ঘরে খবিস। তোরে পিঠাইমু। আমার ফোন ধরস না। আমারে দাওয়াত দেসনা। তোরে কিন্তু পিঠাইমু।
চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, প্রধান শিক্ষক এমদাদুল হক জানান, স্কুলের মাঠে মাটি ভরাটের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি বরাদ্দ দেন। বরাদ্দের টাকা পয়সা খেতে না পেরে এ নিয়ে তিনি আমার ওপর ক্ষুব্ধ। এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলে তাকে কেন আমি রেজাল্ট জানাইনি। এ নিয়ে ফোন করে গালিগালাজ ও হুমকি দেন। আমি আমার এক শিক্ষককে নিয়ে তার দোকানে গিয়ে দেখা করে বিষয়টি বুঝিয়ে বলতে চাইলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তার নাতীকে পাঠিয়েও স্কুলে হুমকি দেন। ভয়াবহ অবস্থা আমি ভয়ে আছি। আমি ভয়ভীতির মধ্যে আছি। কি করব ভেবে পাচ্ছি না।
এবিষয়ে জানতে ডা. রাজা মিয়াকে একাধিকবার ফোন করার পরও কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার বলেন, এই মাত্র ফেসবুকে ঘটনাটি জানতে পেরেছি। দলের একজন নেতা হিসেবে এমন আচরণ কাম্য নয়। তবে রাজা মিয়া একজন শান্ত মানুষ। জানি না কেন এমনটি হয়েছে। আমরা হুমকির ঘটনাটি যাচাই করব। সত্য প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্তা নেবো।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩৮ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৪৪ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে