সিলেটে মাওলানা হাবিবুর রহমানের মতবিনিময়

সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৭: ৫৬

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ইবনে সিনা সুলভ মূল্যে বৃহত্তর সিলেটের মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেট প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় মাওলানা হাবিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিজ্ঞাপন

তিনি জানান, চিকিৎসা ক্ষেত্রে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে কার্যকর পরিকল্পনা নিয়ে সিলেটের চিকিৎসা উন্নয়নে কাজ করতে চাই। চিকিৎসা প্রার্থী রোগীদের আরো উন্নত চিকিৎসা ও স্থান সংকুলান করতে ইবনে সিনার কার্যক্রম সম্প্রসারিত করা হচ্ছে। এ লক্ষ্যে দুই একর জায়গায় নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ডায়াগনস্টিক সেন্টার করা হবে। আমার রোগীদের সেবা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।

তিনি বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি আমি একজন রাজনীতিবিদও। সিলেটের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্কের গভীরতা অনেক। কারণ ১৯৮৪ সাল থেকে আমি এই এলাকাতেই রাজনীতি করে আসছি। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং আন্দোলন সংগ্রামে আমার অগ্রণী ভূমিকা রয়েছে সব সময়। বর্তমানে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য। দল আমাকে আগামী নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরপর থেকে মানুষের ব্যাপক সাড়া ও ভালোবাসা আমাকে প্রেরণা যোগাচ্ছে। আমি সাংবাদিকসহ সিলেটের মাটি ও মানুষের জন্য করতে চাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনের দাবি আমাদের দীর্ঘ দিনের। আমার দাবিও জানাচ্ছি নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি। যে পদ্ধতিতে নির্বাচন হোক, আগে অথবা পরে আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) ও রিকাবীবাজার শাখা ইনচার্জ রেজাউল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হেড অব ব্যবসা ও উন্নয়ন এজিএম মো. ওবায়দুল হক। আলোচনায় স্থানীয়, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত