শহীদ জিয়ার দেশপ্রেম ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়

সিলেট ব্যুরো
প্রকাশ : ৩০ মে ২০২৫, ২২: ৪৫

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেছেন, 'জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।'

বিজ্ঞাপন

শুক্রবার রাতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট-এর আয়োজন করে।

বক্তারা বলেন, 'যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন শহীদ জিয়ার নাম কেউ মুছে ফেলতে পারবে না।' তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তিনি সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

পরিষদের আহ্বায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে এতে মূখ্য আলোচক ছিলেন পরিষদের সদস্য সচিব প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী।

আলোচনায় অংশ নেন শাবি'র প্রোভিসি প্রফেসর ড. সাজেদুল করিম, সিকৃবি'র প্রফেসর ড. সিদ্দিকুল ইসলাম, শাবি'র প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. মো. শাহ আতিকুল হক, সিওমেক'র প্রিন্সিপাল অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।

অধ্যাপক ফরিদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন, মহানগর পিপি বদরুল আহমদ চৌধুরী, প্রফেসর ডা. মাশুকুর রহমান, সাংবাদিক খালেদ আহমদ, অধ্যাপক মনিরুল ইসলাম, ডা. জামিল আহমদ প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত