জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
দলীয় প্রার্থীর নির্বাচনি গণসংযোগ ও সভায় অংশ নেওয়ার কারণে বাংলাদেশ খেলাফত মজলিস নেতাকে পেটালেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়নে হোসেন পুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুনামগঞ্জ- ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আজিজুল হক। তার নির্বাচনি গণসংযোগ ও সভায় অংশ নেন সদর উপজেলা শাখার সহ প্রচার সম্পাদক মাওলানা রইছ উদ্দিন। এর কারণে তাকে মারধর করেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা।
আহত মাওলানা রইছ উদ্দিন সুলতানা পারভীন নুরানিয়া হাফিজিয়া এতিমখানা মাদরাসার মুহতামিম।
এদিকে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান জানান, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। গৌরারং ইউনিয়নে আলেম ওলামাদের একটি সামাজিক সংগঠনকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এ সংগঠনে খেলাফত মজলিস ও জমিয়তের লোকজন আছেন। কিন্তু খেলাফত মজলিসের নেতারা এটিকে রাজনৈতিক রুপ দিয়ে সমাজকে বিভ্রান্ত করছেন। ঘটনার পর খেলাফত মজলিসের নেতাদের বিষয়টি সমাধানের কথা বললেও তারা গুরুত্ব দিচ্ছেন না।
বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার সাধারণ সম্পাদক সৈয়দ জয়নুল ইসলাম বলেন, আমাদের সদর আসনের এমপি প্রার্থী মুফতি মোহাম্মদ আজিজুল হকের নির্বাচনি গণসংযোগ ছিল গতকাল শনিবার। মাওলানা রইছ উদ্দিন এলাকায় প্রচারণ করছিল। এটিকে জমিয়ত নেতারা ভালোভাবে নেয়নি। জোর করে গণসংযোগে যেতে বাধা দেয়। জমিয়তের সভায় যেতে তাকে জবরদস্তি করা হয়। তাদের কথা না শুনলে তাকে বেধড়ক মারধর করে সিএনজিতে তুলে নিয়ে যায়। সিএনজিতেও মারধর করে। পরে টুকের বাজার মাদরাসায় নিয়ে আরও মারধর করা হয়। এ ঘটনায় আমরা সদর থানায় মামলা করেছি। আমরা সুষ্ঠু বিচার চাই।
আহত মাওলানা রইছ উদ্দিন বলেন, আমি একটি মাদরাসার মুহতামিম। কিছুদিন হয় খেলাফত মজলিসে যোগদান করেছি। শনিবার আমার মাদরাসায় খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুফতি মোহাম্মদ আজিজুল হকের আসার কথা। এদিন জমিয়তও একটি সভা ডেকেছে টুকেরবাজার মাদরাসায়। ঐ সভায় আমাকে নিতে জমিয়ত নেতা আরশাদ নোমানের নেতৃত্বে ২০/২৫ জন লোক আসেন। সভায় যোগ দিতে পারবো না বললে তারা আমাকে মারধর করে। একপর্যায়ে মারতে মারতে সিএনজিতে তুলে নিয়ে যায় টুকের বাজার মাদরাসায়। মাদরাসায় নেয়ার পর একটি কক্ষে দরজা বন্ধ করে দলবদ্ধ হয়ে আমাকে ঘুষি মারে। আমার শরীরে বিভিন্ন অঙ্গে জখম হয়েছে। হাঁটতে পারছি না। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।
দলীয় প্রার্থীর নির্বাচনি গণসংযোগ ও সভায় অংশ নেওয়ার কারণে বাংলাদেশ খেলাফত মজলিস নেতাকে পেটালেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়নে হোসেন পুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুনামগঞ্জ- ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আজিজুল হক। তার নির্বাচনি গণসংযোগ ও সভায় অংশ নেন সদর উপজেলা শাখার সহ প্রচার সম্পাদক মাওলানা রইছ উদ্দিন। এর কারণে তাকে মারধর করেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা।
আহত মাওলানা রইছ উদ্দিন সুলতানা পারভীন নুরানিয়া হাফিজিয়া এতিমখানা মাদরাসার মুহতামিম।
এদিকে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান জানান, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। গৌরারং ইউনিয়নে আলেম ওলামাদের একটি সামাজিক সংগঠনকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এ সংগঠনে খেলাফত মজলিস ও জমিয়তের লোকজন আছেন। কিন্তু খেলাফত মজলিসের নেতারা এটিকে রাজনৈতিক রুপ দিয়ে সমাজকে বিভ্রান্ত করছেন। ঘটনার পর খেলাফত মজলিসের নেতাদের বিষয়টি সমাধানের কথা বললেও তারা গুরুত্ব দিচ্ছেন না।
বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার সাধারণ সম্পাদক সৈয়দ জয়নুল ইসলাম বলেন, আমাদের সদর আসনের এমপি প্রার্থী মুফতি মোহাম্মদ আজিজুল হকের নির্বাচনি গণসংযোগ ছিল গতকাল শনিবার। মাওলানা রইছ উদ্দিন এলাকায় প্রচারণ করছিল। এটিকে জমিয়ত নেতারা ভালোভাবে নেয়নি। জোর করে গণসংযোগে যেতে বাধা দেয়। জমিয়তের সভায় যেতে তাকে জবরদস্তি করা হয়। তাদের কথা না শুনলে তাকে বেধড়ক মারধর করে সিএনজিতে তুলে নিয়ে যায়। সিএনজিতেও মারধর করে। পরে টুকের বাজার মাদরাসায় নিয়ে আরও মারধর করা হয়। এ ঘটনায় আমরা সদর থানায় মামলা করেছি। আমরা সুষ্ঠু বিচার চাই।
আহত মাওলানা রইছ উদ্দিন বলেন, আমি একটি মাদরাসার মুহতামিম। কিছুদিন হয় খেলাফত মজলিসে যোগদান করেছি। শনিবার আমার মাদরাসায় খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুফতি মোহাম্মদ আজিজুল হকের আসার কথা। এদিন জমিয়তও একটি সভা ডেকেছে টুকেরবাজার মাদরাসায়। ঐ সভায় আমাকে নিতে জমিয়ত নেতা আরশাদ নোমানের নেতৃত্বে ২০/২৫ জন লোক আসেন। সভায় যোগ দিতে পারবো না বললে তারা আমাকে মারধর করে। একপর্যায়ে মারতে মারতে সিএনজিতে তুলে নিয়ে যায় টুকের বাজার মাদরাসায়। মাদরাসায় নেয়ার পর একটি কক্ষে দরজা বন্ধ করে দলবদ্ধ হয়ে আমাকে ঘুষি মারে। আমার শরীরে বিভিন্ন অঙ্গে জখম হয়েছে। হাঁটতে পারছি না। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৯ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে