সাদা পাথর কাণ্ডে সিলেটের ডিসির পর এবার ইউএনও-কে বদলি করা হয়েছে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুননাহার। নতুন ইউএনও হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জের দায়িত্বে দেওয়া হয়েছে।
সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়।
আজিজুননাহারকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে। আর ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

