আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

তীব্র শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। বর্তমানে শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী একদিন এ অবস্থা থাকতে পারে, তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন আমার দেশকে জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলায় ইতোমধ্যে ১ হাজার ৯৬৯টি কম্বল বিতরণ করা হয়েছে। অতিরিক্ত চাহিদা পাঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে পৌরসভা ও ইউনিয়নের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন