চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
তীব্র শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। বর্তমানে শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী একদিন এ অবস্থা থাকতে পারে, তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন আমার দেশকে জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলায় ইতোমধ্যে ১ হাজার ৯৬৯টি কম্বল বিতরণ করা হয়েছে। অতিরিক্ত চাহিদা পাঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে পৌরসভা ও ইউনিয়নের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

