আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টাঙ্গুয়ার হাওরে গান বাজনায় নিষেধাজ্ঞা

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
টাঙ্গুয়ার হাওরে গান বাজনায় নিষেধাজ্ঞা

টাঙ্গুয়া হাওরে উচ্চস্বরে গান বাজনা নিষেধ করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন। সোমবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম ইউএনও ফেসবুক পেজেও বিষিয়টি জানিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

হাওর ভ্রমণকালে আইন অমান্য করে উচ্চস্বরে গানবাজনা যারা করবে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

গবেষক পাভেল পার্থ বলেন, টাঙ্গুয়া হাওর আমাদের প্রাকৃতিক সম্পদ। হাওরের জীববৈচিত্র রক্ষা করা খুবই জরুরি। এমনিতেই আমাদের বন ও ভবনভূমিগুলো উজারের পথে। এরমধ্যে যদি হাওর ভ্রমণের নামে উচ্চস্বরে গান বাজনা হয় পাশাপাশি হাউজবোটগুলো যদি কোনো প্রকার নিয়মনীতি না মানে তা হলে পরিবেশ ও প্রতিবেশ দুটোরই সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের।

টাঙ্গুয়া হাওর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সংরক্ষিত জলাভূমি। রামসার ঘোষণা অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন অঞ্চল সে হিসেবে হাওরে জীববৈচিত্রের গুরুত্ব অপরিসীম। কিন্তু গত কয়েক বছর ধরে পর্যটনের নামে বেপরোয়া হাউজবোট চলাচল, গান-বাজনা, এমনকি প্লাস্টিক বর্জ্য ফেলাসহ পরিবেশ ক্ষতির এমন কোনো কাজ নেই যা টাঙ্গুয়া হাওরে হচ্ছে না।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, এক শ্রেণির ভ্রমণকারী লোকজন রয়েছেন যারা হাওরে উচ্চস্বরে মাইকে গান বাজনা করে ভ্রমণ করতে পছন্দ করেন। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন