টাঙ্গুয়া হাওরে উচ্চস্বরে গান বাজনা নিষেধ করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন। সোমবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম ইউএনও ফেসবুক পেজেও বিষিয়টি জানিয়ে দিয়েছেন।
হাওর ভ্রমণকালে আইন অমান্য করে উচ্চস্বরে গানবাজনা যারা করবে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
গবেষক পাভেল পার্থ বলেন, টাঙ্গুয়া হাওর আমাদের প্রাকৃতিক সম্পদ। হাওরের জীববৈচিত্র রক্ষা করা খুবই জরুরি। এমনিতেই আমাদের বন ও ভবনভূমিগুলো উজারের পথে। এরমধ্যে যদি হাওর ভ্রমণের নামে উচ্চস্বরে গান বাজনা হয় পাশাপাশি হাউজবোটগুলো যদি কোনো প্রকার নিয়মনীতি না মানে তা হলে পরিবেশ ও প্রতিবেশ দুটোরই সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের।
টাঙ্গুয়া হাওর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সংরক্ষিত জলাভূমি। রামসার ঘোষণা অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন অঞ্চল সে হিসেবে হাওরে জীববৈচিত্রের গুরুত্ব অপরিসীম। কিন্তু গত কয়েক বছর ধরে পর্যটনের নামে বেপরোয়া হাউজবোট চলাচল, গান-বাজনা, এমনকি প্লাস্টিক বর্জ্য ফেলাসহ পরিবেশ ক্ষতির এমন কোনো কাজ নেই যা টাঙ্গুয়া হাওরে হচ্ছে না।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, এক শ্রেণির ভ্রমণকারী লোকজন রয়েছেন যারা হাওরে উচ্চস্বরে মাইকে গান বাজনা করে ভ্রমণ করতে পছন্দ করেন। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করা হবে।

