মাছ বিক্রি নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র সিলেটের কোম্পানীগঞ্জ

উপজেলা সংবাদদাতা, (কোম্পানীগঞ্জ) সিলেট
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৯: ৩৫

মাছ বিক্রিকে কেন্দ্র করে ৩ গ্রামের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ আহত হয়েছে ৯ জন।

বিজ্ঞাপন

এতে করে প্রায় ২ ঘণ্টা সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

গতকাল মঙ্গলবার সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে টুকেরগাঁও বৌ বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ১৯ জানুয়ারি সকালে টুকেরগাঁওয়ের বৌ বাজারে মাছ ক্রয় করতে যান নয়াগাঙ্গের পাড় গ্রামের সম্রাট। সেখানে মাছের দাম নিয়ে ইসলামপুরের শাহ আলমের সাথে তার ঝগড়া হয়। এর পর ইসলামপুর ও নয়াগাঙ্গের পাড় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সেদিন ২ পক্ষের আহত হন ৪ জন।

পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মিমাংসার উদ্যোগ নেন। মঙ্গলবার সকালে নয়াগাঙ্গের পাড় গ্রামের লোকজন বৌ বাজারে আসলে তাদের বাধা দেন ইসলামপুর ও বৌ বাজারের লোকজন। এ নিয়ে শুরু হয় ৩ গ্রামের মধ্যে আবারও সংঘর্ষ। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলে ধাওয়া-পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপ হয়। এসময় রাস্তার দুপাশে কয়েকশত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে পরিবেশ শান্ত করতে সক্ষম হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রভাকর রায় জানান, সংঘর্ষে এখন পর্যন্ত ৭ জনকে আমরা চিকিৎসা দিয়েছি।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করে রাস্তায় গাড়ি চলাচল সচল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস নিক্ষেপ করতে হয়েছে। এ সময় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এডি/জেডএম

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত