বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি এমপি নির্বাচিত হই তাহলে আমার নির্বাচনি আসনে (দিরাই-শাল্লা) প্রতিমাসে গণপার্লামেন্ট করবো। যাতে ইউওনও-ওসিসহ সকল কর্মকর্তাদের নিয়ে আমরা জনগণের মুখোমুখি করতে পারি।
আমিও জনগণের মুখোমুখি হবো। তাদের কি সমস্যা আছে আমরা শুনবো। আমরা ভুল করলে কোনো কাজে ঘাটতি থাকলে দুঃখ প্রকাশ করবো। সোজা কথা আমরা সিস্টেম পরিবর্তন করতে চাই। এই সিস্টেমের কারণেই আমাদের দেশে ভালো মানুষও খারাপ হয়ে যাচ্ছে। সিস্টেম ভালো হলে অসৎ মানুষও অপেক্ষাকৃত ভালো হতে বাধ্য।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সুনামগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-৪ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াত নেতা মিজানুর রহমান।
সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে আমিও ক্ষুব্ধ। আমিও চাই দ্রুত এই বিচার হোক৷ দেখা গেছে দুই একটা ক্লু নিয়ে তারা সন্দেহের মধ্যে পড়ে গেছেন। সর্বশেষ যখন তিন মাস সময় বাড়ানো হয়েছে তখন আমি ক্ষোভ প্রকাশ করেছি।
তিনি বলেন, দিরাই-শাল্লার উন্নয়নে আমার অনেক পরিকল্পনা রয়েছে। এখানের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করবো। আমার পরিচিত বুয়েটের একজন বড় ইঞ্জিনিয়ারকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দিরাই-শাল্লায় আসার জন্য। তিনি এসে দেখবেন কীভাবে কি করা যায়। তবে সড়কের চেয়ে উড়াল সড়কের ব্যয় কম হবে।
তিনি আরো বলেন, সামনে নির্বাচনে এআই নিয়ে নির্বাচন কমিশনকে বড় চ্যালেঞ্জে পড়তে হবে। এআই ব্যবহারের কারণে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ভালো মানুষকে খারাপ বানানো হবে। একজনের ছবি দিয়ে আরেকজনের ভয়েস লাগিয়ে বিভ্রান্ত করা হবে। আগামী নির্বাচনে এআই একটা ভয়ংকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন কাজ করছে। সাংবাদিকদের যাচাই-বাছাই করে নিউজ করার আহবান জানাই।
তিনি আরো বলেন, সকল এমপি প্রার্থীদের এক মঞ্চে তোলা হবে। ডিবেট করা হবে। জনগণ জানতে পারবে প্রার্থীরা কি করতে চান। এমনকি প্রার্থীদের যোগ্যতাও যাচাই হবে। চাকসু, ডাকসু ইতোমধ্যে প্রার্থীদের নিয়ে ডিবেট করার পরিকল্পনা নিয়েছে। সুনামগঞ্জেও সাংবাদিকরা মিলে ডিবেটের আয়োজন করতে পারেন।
তিনি বলেন, আমাকে নিয়ে সমালোচনা করুন। পথ দেখান। আমি জবাবদিহির ঊর্ধ্বে নই। সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের বিষয়ে জেলা প্রশাসককে চিঠি লিখেছি, যাতে কমিটিতে রাজনৈতিক দলের নেতাদের না রাখা হয়। এতে নির্বাচনে প্রভাব পড়তে পারে।

