জাল টাকার কারবারে রাজি না হওয়ায় যুবককে নির্যাতন

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২০: ২৯

মাদক ও জাল টাকার কারবারে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় সুনামগঞ্জের তাহিরপুরে এক আদিবাসী যুবককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ গ্রামে এ ঘটনা ঘটে।আহত যুবকের নাম বৈশাখ সাংমা (২২)। তিনি স্থানীয় সঞ্জয় সাংমার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বৈশাখের মামা রাতুল দিও বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—বড়গোপ গ্রামের শহীদ মিয়া (৩৮), তাঁর ভাই আরজু মিয়া (৪০), শহীদ মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৩২), আরজু মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (৩৫) ও কাদির মিয়ার স্ত্রী ফালানি বেগম (৪৫)।

অভিযোগে বলা হয়েছে, শনিবার দুপুরে শহীদ মিয়া ও সহযোগীরা বৈশাখ সাংমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে মাদক ও জাল টাকা ব্যবসায় অংশ নেওয়ার প্রস্তাব দেন।

বৈশাখ রাজি না হলে তাকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতের হাত, পা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা।

এ বিষয়ে অভিযুক্ত শহীদ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত