কোম্পানীগঞ্জ সীমান্তে ১৩ জনকে ঠেলে দিল বিএসএফ

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১৩: ০৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ১৩ বাংলাদেশিকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় তাদের আটক করে বিজিবি সদস্যরা।

বিজ্ঞাপন

আটক ১৩ জন কুড়িগ্রাম জেলার দুটি পরিবারের বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে পুরুষ ৪ মহিলা ৩ ও শিশু ৬ জন।

তারা হলেন কুড়িগ্রামের গঙ্গারহাট ফুলবাড়ীর উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের মহসিন আলীর ছেলে মো. আশরাফুল আলম (৩৭), মো. মিজানুর রহমান (৩১), নূর ইসলামের মেয়ে ফেরোজা খাতুন (৩১), আবু সিদ্দিকের মেয়ে শিউলী বেগম (২৫), আশরাফুল ইসলামের ছেলে মো. শিমুল হাসান (১২), মো. শাকিল ইসলাম (৭), মিজানুর রহমানের মেয়ে মনালিসা আক্তার (১০), রমজান আলীর ছেলে মো. সবেদুল ইসলাম (৪৭), তার ছেলে মো. ফেরদৌস (১৭), মো. ফিরোজ (০৮), মো. ফারুক (০৭), মো. মারুফ (৩), মজিবুর রহমানের মেয়ে ফেরোজা বেগম (৩৬)।

কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত থেকে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত